বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০০৯

নেমে এসো

আকাশ, চিরকাল তোমার দূরে দাঁড়িয়ে থাকা,
চিরটাকাল এতো দূর তুমি!
আমাদের হাত বাড়ানোর লোভ দেখানো হে অসীম অশেষ আকাশ...
বেকুব প্রতারক হে আকাশ,নেমে এসো...নেমে এসো।
একবার শুধু প্রজাপতি ছোঁবে তোমায়...প্লীজ এসো...এসো।

কতবার তোমায় ছোঁবো বলে পাহাড় মাড়িয়েছি হাজার,
তবুও তোমার অহং করেনি তোমায় নত,
রয়ে গেছো দূরে...দুরে,দূর আকাশের কাছে।

অযুত,নিযুত আলোকবর্ষ দূরের দেশের কান্না-হাসির আভাস দেখাও
অনেক অনেক ব্যথা... মায়াঞ্জন ধুয়ে যায়নি তবু...
বিবর্তনে পাখা আমার গেলো খসে...হায়!
মনতো তবু রইল পড়ে তোমার দেশে,
দূরে...দূরে...দূরে।

রবিবার, ১ নভেম্বর, ২০০৯

অবশেষে ইউরোপে সেই ঈশ্বরের দেখা মিলিলো

ছোটবেলায় এই ঈশ্বরের/খোদার (আল্লাহ্‌ বলিলাম না)কথা অনেকবার পড়িয়াছি।বরাবরই অবাক হইয়াছি আর তাঁহার অপার ক্ষমতার মর্ম উপলব্ধি করিয়া বিস্ময়ে বিমূঢ় হইয়াছি। কতোবার ভাবিয়াছি এই ঈশ্বর কবে আমাদিগের মাতৃভূমির প্রতি মুখ তুলিয়া চাহিবেন।কবে তিনি কহিয়া উঠিবেন -'ওহে পামর! আমার উপর খোদকারী!! প্লাস্টিকে রুধিয়া রাখিতে চাস আমারি এবাদতি সৃষ্টি!'

অবশেষে এই বিধর্মীর ইউরোপে আসিয়া সেই আরাধ্য দেবতার দেখা মিলিলো, যিনি প্রতিশ্রুতি দিয়াছিলেন- "মুখ দিয়াছি অতএব আহার ও দিবো"।

দ্রষ্টব্যঃ ইউরোপে সন্তান পিছু সরকারি বরাদ্দ মেলে। অর্থ্যাৎ যত সন্তান তত গুণিতক ইউরো। এই গূঢ় তত্ত্ব আবিষ্কার করিয়া আফ্রিকানদের পিছু পিছু দেশী সিলেটিগণ নিজেদের সন্তান সংখ্যা বাড়াইয়া চলিয়াছেন। নিজ ক্ষেত্রে ব্যর্থ হইলে অথবা ক্লান্ত হইয়া পড়িলে দেশ হইতে ভাই,বোনের সন্তানদের আনিয়া নিজেদের বলিয়া চালাইয়া দিতেছেন।

রবিবার, ১১ অক্টোবর, ২০০৯

my first blog

its my first blog ever here in web.and i wanna start with one of my favorite poems-


We are the music makers
and we are the dreamers of dream
wandering by lone sea-breakers
and sitting by desolate streams
World losers and world-forsakers
on whom the pale moon gleams
yet we are the movers and shakers
Of the world forever it seems.

Take care mates..Adios

শুক্রবার, ২৮ আগস্ট, ২০০৯

সমাজতন্ত্র,গণতন্ত্র,বাংগালি এবং অতঃপর হিযবুত তাহরীর

সমাজতন্ত্র বলতে আমি বুঝি যেখানে সবার সমান অধিকার- জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে আর ধর্ম সেটাই যা শেখায় পরমত সহিষ্ণুতা, সহমর্মিতা এই সংজ্ঞায় তন্ত্র আর ধর্মকে আমি এক কাতারে দেখিতবে কেনো আমাদের অঞ্চলে সমাজতন্ত্রের এই দুরাবস্থা? আসলে আমাদের অঞ্চলে সমাজতন্ত্রের একটা স্বকীয় রূপ দরকার ছিলো কিন্তু তার পরিবর্তে আমদের তন্ত্রীরা ছিলো সোভিয়েত আর চীনপন্থী যার প্রভাব মুক্তিযুদ্ধের সময়েও ছিলো এমনও শোনা যায়, এদেশীয় কম্যুনিস্টরা দুদিকেই গুলি ছুঁড়েছে।
হিযবুত তাহরীর এর ওয়েব-পেইজে দেখা যায়,ওরা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়।আর তাদের সদস্যরা হবে মুসলিম।তাহলে সেই পরিবর্তিত পৃথিবীতে অমুসলিমদের অবস্থান কি হবে? তৃতীয় শ্রেণীর নাগরিক?কেননা কনভার্টেট মুসলিমরা আছে না দ্বিতীয় কাতারে? এরা আসলে সাম্রাজ্যবাদী বলতে বোঝে ইসরাইলের এয়াহুদী আর পুঁজিবাদী বলতে কেরেস্তান এর আমেরিকা। একটা ধর্মভিত্তিক দেশ/পৃথিবী গড়ে তোলার পুরানো নগ্ন খেলা-ই এদের উদ্দেশ্য।
কাজেই হিযবুত তাহরীর আর সমাজতন্ত্রী- এদের দুজনের আক্রমণের বিষয়বস্তু এক হলেও পরিত্রাণ এর উপায়টা ভিন্ন হিযবুত মুলতঃ সমাধানটাকে সামনে রেখে সমস্যাকে চিনহিত করেছে শুধুমাত্র তরুণদের দৃষ্টি আকর্ষণ এর জন্য বেছে নিয়েছে গাল ভরা বুলিপুঁজিবাদ,সাম্রাজ্যবাদ নিপাত যাক
বাকি থাকলো গণতন্ত্র-গণের তন্ত্র যে ব্যবস্থায় প্রতিটি মানুষ- নারী,পুরুষ,ধর্ম,বর্ণ,আচার নির্বিশেষে তার অধিকার ভোগ করার স্বাধীনতা পাবে যেখানে সে তার বাক,পোশাক সবকিছুর স্বাধীনতা পাবে সে দাঁড়ি,টুপি,পৈতে,টিকি,হিযাব,নিকাব,ধুতি,পাঞ্জাবি যা- পরুক রাষ্ট্রের তাতে বারণ করার অবকাশ নাই একজন ব্যক্তি চাইলে পোশাক না পরতে পারে যদি তার আঞ্চলিক সংস্কৃতি তাতে বাধা না দেয় কিন্তু একজনকে নিয়ে তো আর রাষ্ট্র নয়,কাজেই রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তিটিও অধিকার রাখে প্রথমজনের সমপরিমাণ আমার অধিকার রক্ষা করতে গিয়ে যদি তোমার অধিকার ক্ষুণ্ণ করি,তবে তা গণতন্ত্র নয়কাজেই নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকারের ব্যাপারটিও গণকে মাথায় রাখতে হয়।
এতো কিছু কেনো লিখছি? ইদানীং খুব দেখি,একটা পরাশ্রয়ী বাংলা সংস্কৃতি গড়ে তোলার খুব চেষ্টা করছেন কিছু কিছু জ্ঞানী,সংস্কৃত ব্যক্তি যাদেরকে তাহরীর এর জ্ঞান ভান্ড ও বলা চলে। ঢালাওভাবে বাঙ্গালি সংস্কৃতিকে হিন্দুয়ানি বলে সঙ্গায়িত করা এদের একটা পুরানো বদভ্যেসএদের তরে শুধু এতটুকুই যোগ করি-আমাদের মতো পলায়নপর মধ্যবিত্ত যা- বলুক আর করুক না কেনো বাঙ্গালি অগ্রহায়ণেই ধান কাটবে,শাওয়ালেই চাঁদ দেখবে,আশ্বিনেই পুজার ঢোল পিটাবে আর বৈশাখেই মেলায় যাবে আমরা সামারের ভ্যাকেশন এর অপেক্ষায় থাকলেও বাংগালি জৈষ্ঠ্যের রোদে পুড়ে রাজশাহীর আমের সুখ নেবে আসলে যা কিছু আমাদের নিজস্ব,আমাদের ভূমিজ সেইসব কিছু নিয়েই আমাদের বাঁচার চেষ্টা করা উচিত না মার্কিনী, না রুশীয়,না চৈনিক,না ভারতীয়, না আরবীয়,না পাকি- আমরা হবো বাঙ্গালি,বাংলাদেশী বাংগালি