বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০০৯

নেমে এসো

আকাশ, চিরকাল তোমার দূরে দাঁড়িয়ে থাকা,
চিরটাকাল এতো দূর তুমি!
আমাদের হাত বাড়ানোর লোভ দেখানো হে অসীম অশেষ আকাশ...
বেকুব প্রতারক হে আকাশ,নেমে এসো...নেমে এসো।
একবার শুধু প্রজাপতি ছোঁবে তোমায়...প্লীজ এসো...এসো।

কতবার তোমায় ছোঁবো বলে পাহাড় মাড়িয়েছি হাজার,
তবুও তোমার অহং করেনি তোমায় নত,
রয়ে গেছো দূরে...দুরে,দূর আকাশের কাছে।

অযুত,নিযুত আলোকবর্ষ দূরের দেশের কান্না-হাসির আভাস দেখাও
অনেক অনেক ব্যথা... মায়াঞ্জন ধুয়ে যায়নি তবু...
বিবর্তনে পাখা আমার গেলো খসে...হায়!
মনতো তবু রইল পড়ে তোমার দেশে,
দূরে...দূরে...দূরে।

1 টি মন্তব্য: