এমন সুযোগ আসে না বারবার জীবনে।
একবার যে আসিয়াছিলো তাহাই কতো ভাগ্যি! পড়িতাম তখন কলেজ চট্টগ্রামে।
প্রথম বর্ষেই আসিয়াছিল সুযোগ।
পাঁচ টাকার বিনিময়ে প্রাপ্য সে সুযোগ ঠেলিয়াছিলাম দূরে, অবহেলে।
বন্ধুরা সব ছিলো ইতর পাঁজি,দিয়াছিলো কু-মন্ত্রণা কর্ণে ভরি।
বলিয়াছিল-"শিবির করবি? আহা! মরি মরি।"
যদি থাকিত হাতের কাছে ম্যাচের কাঠি,
কুমন্ত্রণা ঠেলি আজ আমিই হয়তো হইতাম শিবিরের সাথী।
বিশ্ববিদ্যালয় পাশ করিয়া, মরিতাম না আজ ইউরোপ এর পথে পথে ঘুরিয়া।
হয়তো হইতাম IIUC কিংবা MANARAT এর সম্মানিত প্রভাষক
নিদেনপক্ষে presidency বা Ideal College ,Ctg এর শিক্ষক।
ইসলামী ব্যাংক এর সুদ না দিয়া দিতাম আমি রিবা
হইতাম আমি ডাক্তার in clinic Ibne-Sina।
কেয়ারী তে চাপি হয়তো হইতাম সিন্দাবাদ,
জিঞ্জিরায় নামি কহিতাম পাকসার জিন্দাবাদ।
পারিলাম না হইতে কিছুই,ছাড়ি নাই সেসব কু-বন্ধুর পাল্লা,
আমি তাই আজ মাজি বাসন গেলাশ,গামলা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন